…আমি জানি না আর কী বলবো আমার পোস্টে।
তবে আমি এটা বলতে চাই যে আমি হয়তোবা খুব শীঘ্রই হেক্সবেয়ারে শিফট করতে পারি। লেমিগ্রাডে ফেরত আসার পর মূলত হেক্সবেয়ার ইউজারদের ও কমিউনিটিতে বেশিরভাগ সময় কাটানো হচ্ছে।
আর তার উপর হেক্সবেয়ারের বিশাল emojiর ভান্ডার থেকে manually emoji use করতেছিলাম। তার থেকে বরং হেক্সবেয়ারেই আসাটা বেটার মনে হয় না? :^)
By the way, বাংলা ভাষার সবকয়টা Pronouns তথা সর্বনামসমূহ Gender-Neutral. 🏳️⚧️💅✨
(শুধুমাত্র nouns তথা বিশেষ্যদের Gender আছে। তবে কিছু Gender-Neutral nouns ও আছে।)
Also, @kristina@hexbear.net একজন বাঘিনী এই কমিউনিটি বানানোর জন্য। So, ধন্যবাদ তাকে এই কমিউনিটি বানানোর জন্য। 🫡 ইংরেজি দেখতে দেখতে tired হয়ে গেছি। অনেক ইচ্ছা ছিল যতগুলা অনলাইন কমিউনিটি আছে সেখানে বাংলায় বকবক করা বা বাংলা-related materials শেয়ার করা। এখন তার কারণে এটা আরামছে করতে পারবো। 🥰